চাঁদপুর মেঘনায় জেলেদের হামলায় ১২ নৌপুলিশ সদস্য আহত

আশিক বিন রহীম :
চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় নৌ পুলিশের ১২ সদস্য আহত হয়েছে। তারা বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলা থেকে রক্ষা পেতে নৌ পুলিশ রাবার বুলেট ও ফাকা গুলি ছুড়ে।
আহতরা হলেন- পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম (৪১), কনস্টেবল ফেরদৌস শেখ (২৬), কাউসার (৩০), আল মামুন (৩৪), আমিন (৩৪), হেলাল উদ্দিন (৫৪), নিলয় (২৮), মুনায়েম (২৬), নায়েক শাহজাহান (৪০), ইকবাল (৩৪)।
আজ রোববার সকালে নৌ-পুলিশ ঢাকা হেডকোয়ার্টার থেকে আসা দলটি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকায় মেঘনা নদীতে অভিযানকালে জেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জেলেদের নিক্ষিপ্ত ইটপাটকেলে নৌ পুলিশের সদস্যরা আহত হয়।
ঢাকা হেডকোয়াটার থেকে একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোটযোগে নৌ পুলিশের দলটি মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে নামে।
নৌপুলিশের এএসপি ফরিদা পারভিন জানান, অভিযানের এক পর্যায়ে রোববার সকালে তারা দেখেতে পান- লক্ষ্মীচর এলাকায় বিপুল সংখ্যক জেলে মাছ শিকারে নদীতে নামে। এ অবস্থায় সেখানে অভিযান চালাতে গেলে নৌপুলিশ সদস্যদের ঘেরাও করে ফেলেন অসাধু জেলেরা। এ জেলেরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে লাঠিসোটা নিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ অবস্থায় তারা আত্মরক্ষার্থে ৪৭ রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। পরে আহত পুলিশ সদস্যদের চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষার্থে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সকল ধরনের মা শিকার নিষিদ্ধ করেছে সরকার।

শেয়ার করুন

Leave a Reply