চাঁদপুর-শরীয়তপুর মেঘনা টানেল করার পরিকল্পনা চলছে : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আশিক বিন রহিম :
চাঁদপুরের ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের আলুর বাজার এলাকায় নদী ভাঙন প্রতিরোধে ৭শ’ ২০ মিটার সতর্কতামূলক প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে। ১৩ মার্চ শনিবার এ উপলক্ষে অনুষ্ঠনে টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বলেন, চাঁদপুরে নদী ভাঙনরোধে যে কাজগুলো চলমান রয়েছে, সেগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে শেষ হয়। এতে করে নদীপাড়ের মানুষের দুর্ভোগ লাগব হবে। আমরা এনামুল হক শামীমের মতো একজন একজন যোগ্য মন্ত্রী পেয়েছি। আপনাদের সহযোগিতায় স্থায়ীভাবে নদী ভাঙনরোধ করা সম্ভব হবে।


ডা. দীপু মনি এমপি বলেন, চাঁদপুর-শরীয়তপুর মেঘনা ট্রানেল করার স্বপ্ন আমরা দেখছি। এটি বাস্তবায়ন হলে চট্টগ্রামসহ দেশের সকল গুরুত্বপূর্ণ বন্ধরের সাথে চাঁদপুর-শরীয়তপুরের যোগাযোগ সহজ হবে। এ বিষয়ে আমাদের কর্মপরিকল্পনা শুরু হয়েছে। ইনশাআল্লা পদ্মসেতুর মতো এই স্বপ্নপূরণের কাজ অচিরেই শুরু হবে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি।
চাঁদপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদারের সভাপতিত্বে ও শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবির মোল্লা এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকাদার, ঢাকা বাপাউবো’র (পূর্ব রিজিয়ন) অতিরিক্ত মহা পরিচালক ফজলুর রশিদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, চাঁদপুর সদর উপজেলার ১১নং ইউনিয়ন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কাসেম খাঁন, চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া বেপারী প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাপাউবো কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ, বাপাউবো’র ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, চাঁদপুর পওর সার্কেলের (বাপাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, ফরিদপুর পওর সার্কেলের (বাপাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সহিদুল আলম, শরীয়তপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, শরীয়তপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার।
এছাড়াও অনুষ্ঠনে চাঁদপুর-শরীয়তপুর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply