জন্মাষ্ঠমী উপল‌ক্ষে চাঁদপুর ম‌ডেল থানার ও‌সির সা‌থে হিন্দু ধর্মালম্বী নেতৃবৃ‌ন্দের সভা

নিজস্ব প্রতিবেদক :

শ্রী কৃ‌ষ্ণের জন্মাষ্ঠমী উপল‌ক্ষে শোভাযাত্রা শা‌ন্তিপূর্ণভা‌বে উদযাপ‌নের ল‌ক্ষে চাঁদপুর ম‌ডেল থানায় সনাতন ধর্মালম্বী নেতৃবৃ‌ন্দ ও বি‌শিষ্ট জন‌দের সা‌থে এক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সভায় সভাপ‌তিত্ব ক‌রেন চাঁদপুর ম‌ডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলম। তি‌নি এসময় ব‌লেন, অতী‌তে যেভা‌বে শোভাযাত্রা হ‌য়ে‌ছে সে‌দি‌কে নজর রাখ‌তে হ‌বে। শোভযাত্রা বাদ আছ‌রের প‌রে শুরু হ‌য়ে বাদ মাগরীবের ম‌ধ্যে শেষ করার বিষ‌য়ে নজর রাখা। নেতৃবৃন্দ‌কে শোভাযাত্রা সুশৃঙ্খল কর‌তে প্রধান ভূ‌মিকা রাখতে অনু‌রোধ জানান ও‌সি। জন্মাষ্ঠমীর শোভাযাত্রা সুন্দর ও সুশৃঙ্খল কর‌তে সক‌লের শোভাযা কামনা ক‌রেন।

সভায় হ‌রি‌বোলা স‌মি‌তির সভাপ‌তি অজয় কুমার ভৌ‌মিক, প্রফেসর রন‌জিৎ কুমার ব‌নিক, স‌ন্তোষ কুমার দাস, বীর মু‌ক্তিযোদ্ধা অ‌জিত সাহা, রাধা গো‌বিন্দ গোপ, তপন সরকার, মধুসুদ পেদ্দার, মা‌নিক পোদ্দার, শমীরন ভঞ্জ, প্রবীর পেদ্দার, ডা. প্রনব চৌধুরী, কর্ন ত্রিপুরা, প্রশান্ত সেন, প্রকৌশলী কেশব কর, খোকন পেদ্দার, রতন দত্ত।

সভায় সীধান্ত: বাদ আছ‌রের নামা‌জের প‌রে শোভাযাত্রা শুরু হ‌য়ে বাদ মাগ‌রিব আযা‌নের পূ‌র্বে শোভাযাত্রা শেষ করা। বাদ আছ‌রের পূ‌র্বে বি‌ভিন্ন ম‌ন্দির থে‌কে শোভাযাত্রা শ্রীশ্রী গোপাল জিউড় আখড়ায় উপ‌স্থিত থাকার জন‌্য সীধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন