পিএসসির সদস্য পদে নিয়োগ পেলেন চাঁদপুরের কৃতি সন্তান মাকছুদুর রহমান পাটওয়ারী

চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
বাংলাদেশ পাবলিক সার্ভিস কর্মকমিশনে ( বিপিএসসি) সদস্য পদে মহামান্য রাষ্ট্রপতির নিয়োগ পেলেন সাবেক সিনিয়র সচিব চাঁদপুরের কৃতিসন্তান মাকছুদুর রহমান পাটওয়ারী। বাংলাদেশ সংবিধানের ১৩৯(১) এর অনুচ্ছেদ অনুযায়ী তিনি এ পদে আগামী ৫ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হলেন। ১১ মে বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহা: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ দেয়া হয়। যা তাঁর হস্ততগত হয়েছে বলে মাকছুদুর রহমান পাটওয়ারী চাঁদপুর প্রতিদিনকে নিশ্চিত করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের সাংবিধানিক এ কমিশনের একজন সম্মানিত সদস্য হিসাবে নিয়োগ দেয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আহমেদ, মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখহাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, আমি যেন এ সম্মানিত পদে থেকে আমার স্বীয় দায়িত্ব পালন করতে পারি – সেই দোয়া চাঁদপুরবাসীসহ দেশের সবার কাছে দোয়া চাই।

সাবেক এই সিনিয়র সচিব সবশেষ ভূমি মন্ত্রণালয় থেকে সিনিয়র সচিব থেকে অবসরে যান। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের জনপ্রশাসনের মাঠ পর্যায়ের সহকারী কমিশনার থেকে শুরু করে, এডিসি, ডিসি (উপসচিব) যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব এবং সিনিয়র সচিব পর্যন্ত সকল পদে অধিষ্ঠ ছিলেন। মন্ত্রী পরিষদসহ বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব হিসাবে তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করেছেন। বিশেষ করে সরকারের ভূমি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড জনগনের দৌড় গোড়ায় পৌঁছাতে একে ডিজিটালাইজড ও অনিয়ম হয়রানি বন্ধে তিনি ব্যাপক কাজ সম্পাদন করেছেন। যার ফলে ভূমি সেবা পেতে জনগনকে বেগ পেতে হয় কম।
মাকছুদুর রহমান পাটওয়ারীর জীবন বৃত্তান্ত
মাকছুদুর রহমান পাটওয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব। তিনি ১৯৬২ সালের ১ জানুয়ারি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সকদি রামপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বদিউজ্জামান পাটওয়ারী ও মাতা আশরাফুন নেছা। তিনি চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
তিনি প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের (১৯৮৫) একজন কর্মকর্তা। জনাব মাকছুদুর রহমান পাটওয়ারী ১৯৮৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগদান করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জের বাজিতপুরের উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক, সংস্থাপন মন্ত্রণালয়ে উপসচিব, টাংগাইলের জেলা প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব, ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, ২০১৯ সালের মে মাস থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং সবশেষ সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন।
চাকরি জীবনে মাকছুদুর রহমান পাটওয়ারী সরকারি বিভিন্ন দপ্তরে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ে থাকাকালে দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশ ও ভূমিসেবা সহজীকরণ, ই-নামজারী, ভূমিখাতে দুর্নীতিরো প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। মাকছুদ পাটওয়ারী একজন সদালাপী এবং মেধা সম্পন্ন ব্যক্তিত্ব। তিনি তাঁর চাকরি জীবনে ঢাকাসহ বিভিন্ন জেলায় চাকরি করলেও এলাকার প্রতি ছিলো তাঁর অন্যরকম টান। নিজ জেলা শহর এবং তাঁর গ্রামীণমুখি মমতা সবসময়ই। এছাড়া তিনি লেখালেখিও করেন। চাঁদপুর প্রতিদিনের নিয়মিত লেখক তিনি। এছাড়া বিভিন্ন পত্রিকায় তাঁর লিখা প্রকাশিত হয়েছে। ২০২১ সালে চাঁদপুর প্রতিদিন তাঁকে লেখক সম্মাননা পদক প্রদান করে। তাঁর এই নিয়োগে চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ পত্রিকা পরিবার অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।

শেয়ার করুন