পুরাণবাজারে পুলিশের ভয়ে দুই মাদকসেবীর নদীতে ঝাঁপ, একজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর পুরাণ বাজারে গভীর রাতে দুই যুবক মাদক সেবনের সময় ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেয়ার পর নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম রুবেল হোসেন (১৯)।
মঙ্গলবার সকালে ডাকাতিয়া নদীতে পুরাণবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২ ঘন্টা অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত রুবেল পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে। সে একজন অটোচালক ছিল।
রুবেলের বন্ধু হাসান রাব্বি জানান, ৫নং কয়লা ঘাটের নদীর পাড়ে দু’জন বসে আলাপ করছিলো। এ সময় লাইটের আলো দেখে পুলিশ ভেবে দু’জন নদীতে ঝাঁপ দেয়। এ সময় পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় রুবেল। বহু খোঁজাখুঁজির পর অবশেষে নৌ ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ নদী থেকে উদ্ধার করে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, এসআই রাশেদুজ্জামান ও পুরানবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ৫নং ঘাটে তারা দু’জন বসে মাদক সেবন করছিল। এ সময় পুলিশ ও সাধারণ মানুষ ওই দিকে যাচ্ছিল। এ সময় তারা ভয়ে পানিতে ঝাঁপ দেয়। একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কিন্তু আরেকজন উঠতে পারেনি। এ ঘটনায় কোন মামলা হয়নি। পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply