পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম আজ মতলব আসছেন

নিজস্ব প্রতিবেদক :
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম মোহন আজ মতলব আসছেন। তিনি বুধবার সকালে ঢাকাস্থ বাসা থেকে রওনা হয়ে মতলব উত্তর আসবেন। পরে সকাল ১০টায় তিনি ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বইমেলার উদ্বোধন ও বই বিতরণ করবেন। সকাল সাড়ে ১০টায় মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধভিত্তিক লাইব্রেরী এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন, সকাল ১১টায় মতলব উত্তরকে পথশিশুমুক্ত উপজেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ, সকাল সাড়ে ১১টায় প্রতিবন্ধী শিক্ষার্থী, অনগ্রসর ও বেদে জনগোষ্ঠীকে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ, সকাল ১১টা ৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপনের বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ, দুপুর ১২টায় অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের পুরস্কার বিতরণ, দুপুর সোয়া ১২টায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ বিতরণ, দুপুর সাড়ে ১২টায় ১৫টি কিশোর-কিশোরী ক্লাবে বাদ্যযন্ত্র ও খেলার উপকরণ বিতরণ এবং মহিলাদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে ক্ষুদ্রঋণ বিতরণ করবেন। দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিজ বাসভবনে বিশ্রামশেষে মতলবের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল সাড়ে ৩টায় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব দক্ষিণের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ ও বই বিতরণ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

শেয়ার করুন

Leave a Reply