মতলব দক্ষিণে গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গনহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রামান্যচিত্র প্রদর্শন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফারুক বিন জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দিলরুবা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন, উপজেলা প্রকৌশলী মো: জাকির হোসেন মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সভায় গণহত্যা দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply