মতলব দক্ষিণে গ্রাম পুলিশের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরন করা হয়। গত ২৩ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এমএ আজিজ বাবুল, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, রোটারী ক্লাব অব মতলব এর প্রেসিডেন্ট রোটা. শ্যামল চন্দ্র দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় ৪৭জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নতুন পোশাকসহ সরঞ্জামাদি বিতরন করেন প্রধান অতিথি। তিনি বলেন, গ্রাম পুলিশের সদস্যরা গ্রামের আইন-শৃঙ্খলা, বাল্য বিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে ভূমিকা রাখে। তাই বর্তমান সরকারও গ্রাম পুলিশদের কল্যাণে বদ্দ পরিকর। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, গ্রাম পুলিশদের সমাজের অপরাধ দমনে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে, করোনা ভাইরাস প্রতিরোধে প্রত্যেকটি বাজারে ও গ্রামে শতভাগ মানুষ যাতে মাস্ক ব্যবহার করে সেটা নিশ্চিত করতে হবে। এ সময় গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply