মতলব দক্ষিণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক :
হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। গত ২৩ জানুয়ারী মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে জমকালোভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল। তিনি বলেন, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্রমুক্ত দেশ গঠন করার। গৃহহীনদের ঘর দিয়ে হাসি ফুটাবার। তার এ স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে গৃহহীন মানুষদেরকে আশ্রয় দিয়ে হাসি ফুটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, অর্থাভাবে অনেক মানুষ ঘর তৈরি করতে পারছে না। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারের কাছে গৃহের আবেদন করেছেন। সরকার সে আবেদনে সাড়া দিয়েছে। শুধু মতলবেই নয় সারা দেশের গৃহহীনদের মাঝে আজ ঘর দিয়ে মানুষের হাসি চির অম্লান হয়ে থাকবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ঘরের দলিল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ: রহিম খান, জেলা কৃষকলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, মতলব পৌরসভা সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জহির সরকার, সাপ্তাহিক মতলবের জনপদের সম্পাদক ও প্রকাশক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংবাদিক গোলাম হায়দার মোল্লা, খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর হোসেন রিপন মীর, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও সুধীবৃন্দ। পরে মতলব দক্ষিণ উপজেলার পেয়ারীখোলা ও খিদিরপুর মৌজার ২৫জন এবং চরপাথালিয়া আশ্রয়কেন্দ্র প্রকল্পের ৪৫জন উপকারভোগীর মধ্যে গৃহ প্রদানের সনদ বিতরন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply