মহান স্বাধীনতা দিবসে এলজিইডি চাঁদপুরের বিভিন্ন কর্মসূচী পালন

নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতার সুবর্ণ রজতজয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে এলজিইডি চাঁদপুরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ২৫ মার্চ ও ২৬ মার্চ শহরের তালতলাস্হ এলজিইডি অফিস ভবন সাজসজ্জা, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে কার্যালয়ে জাতীয় পতাকা উওোলন। অফিস ভবনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধান্জলী অর্পণ।
এরপর এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুছ বিশ্বাসের নেতৃত্বে সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে রেলীসহ সকল শহীদের প্রতি সন্মান জানিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধান্জলী অর্পণ।
সকাল ১০ টায় অফিস ভবন হলরুমে স্বাধীনতা দিবসের আলোচনা সভা।
এলজিইডি (স্হানীয় সরকার বিভাগ) চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুছ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী প্রকৌশলী রাফিউল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান, ল্যাবটরী প্রধান আঃ রব, অফিস কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী ট্রেনিং অফিসার ওমর ফারুক।
আলোচনা শেষে বাদ জোহর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা সংগ্রামের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদে বিশেষ মুনাজাত করা হয়।
আলোচনার শেষে স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানের সার্বিক তও্বাবাধয়নে ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুছ বিশ্বাস।

শেয়ার করুন

Leave a Reply