সংঘাতের আশংকায় মতলব উত্তরে ৭টি স্থানে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তরের ৭টি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও বর্তমান এমপি নূরুল আমিন রুহুল একই এলাকায় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করায় সংঘাতের আশংকায় এ সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
এলাকাগুলো হচ্ছে: মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর, মোহনপুর, ফতেপুর, একলাশপুর, দশানী, আমিরাবাদ, মতলব দক্ষিণ ব্রিজের উত্তরপাড়।
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) বলেন, একই স্থানে রাজনৈতিক প্রোগ্রামের ঘোষণা দেয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা থাকায় আমরা জেলা প্রশাসনের সাথে আলোচনা করে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি জানান, রাতে ওই এলাকায় মাইকিং করা হচ্ছে। বৃহস্পতিবার ভোর থেকে মতলবের ৭টি পয়েন্টে ১৪৪ ধারা কার্যকর হবে। আপাতত ৩ দিন ওই এলাকায় এটি বলবৎ থাকবে। পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply