হাজীগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন সাবেক সিনিয়র সচিব ড. শাহ কামাল

শাখাওয়াত হোসেন শামীম :

আর মাত্র ১দিন বাকী, আগামী ১৬ মার্চ চাঁদপুরের হাজীগঞ্জের ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন নির্বাচন। নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্তে নির্বাচনী প্রচারনা তুঙ্গে। নির্বাচনী প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীরা। নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের। নির্বাচনী জয়ের প্রত্যাশা নিয়ে অস্তিত্বের লড়ায়ে নামছেন আওয়ামীলীগসহ স্বতন্ত্র প্রার্থীরা।

বুধবার (১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ খোরশেদ আলম বকাউলের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. শাহ কামাল।

প্রার্থীদের পোষ্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে পুরো ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আনাচে কানাচে। মাইকিং এর সাথে প্রতিশ্রুতির ছড়া ও গান তৈরী করে ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে। হাট বাজার, চায়ের দোকান, মাঠে ঘাটে সর্বত্র ভোটের ইমেজ লক্ষ্য করা গেছে। বিএনপির নির্বাচনে অংশ গ্রহণ না করলেও স্বতন্ত্র ৫ প্রার্থী মাঠে আওয়ামীলীগের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। নির্বাচনে প্রধান ৬ প্রতিদ্বন্দ্বী মোঃ খোরশেদ আলম বকাউল, মোঃ আবু তাহের প্রধানিয়া, আনোয়ারুল ইসলাম বাবুল, মোঃ হেলাল উদ্দিন প্রধানিয়া, মোঃ মিজানুর রহমান (কমল), এ্যাডভোকেট সফিকুর রহমানসহ ৬ জন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। যদিও ৬ চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এ্যাডভোকেট সফিকুর রহমানকে মাঠে খুবই কম দেখা যাচ্ছে। প্রচারণায় গিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন তারা। উভয়ই নির্বাচনে জয় পেতে আশাবাদী।

শেষ মুহুর্তে প্রচার-প্রচারণায় চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী মোঃ খোরশেদ আলম বকাউলের পক্ষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, ২ নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, সাবেক ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ মহন গাজী, মেম্বার রবিউল আলম অরুন, মীর হোসেনসহ নেতৃবৃন্দ।

এসময় কমান্ডার আবু তাহের ও ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগন নৌকার পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন।

অন্যদিকে বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশ না নেওয়ায় দলের নেতা আনোয়ারুল ইসলাম বাবুল, মোঃ হেলাল উদ্দিন প্রধানিয়া, মোঃ মিজানুর রহমান (কমল) স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়া চেয়ারম্যান পদে বেশ ৬ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার প্রার্থী মোঃ খোরশেদ আলম বকাউল, বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম বাবুল, মোঃ হেলাল উদ্দিন প্রধানিয়া এই তিনজনের মধ্যেই। তাদের মতো অন্য প্রার্থীরাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। জনগণকে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।সর্বশেষ জনমত জরিপে নৌকার প্রার্থী মোঃ খোরশেদ আলম বকাউল এগিয়ে আছে বলে জানাযায়।

 

 

 

শেয়ার করুন