হাজীগঞ্জে করোনা আক্রান্ত ৯০ জন, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে নতুন করে আরো (মৃত একজনসহ) ৭জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৬জনে। তবে ঢাকায় ৩ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা ১৯ জন।
হাজীগঞ্জে করোনা উপসর্গে মোট মৃত্যুবরণ করেন ৫৮জন। এর মধ্যে ১৯ জনের করোনা ভাইরাস পজেটিভ আসে।
৭জনের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া শামসুন্নাহারের(২৮) রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তিনি ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের বাসিন্দা।
মৃত্যুর পর করোনা পজেটিভ আসা ব্যক্তিরা হলো- ফাতেমা বেগম (৪০), রাজারগাঁও ইউনিয়ন, গ্রাম-পূর্ব রাজারগাঁও, বিদ্যা সাগর বণিক (৬৫), হাজীগঞ্জ বাজার, মকিমাবাদ, এনামুল হক ওরফে শাহজাহান কাজী (৫৫), কালচোঁ দক্ষিণ ইউনিয়ন, গ্রাম- বাজনাখাল-চাঁদপুর, রনজিৎ রায় (৬২), হাজীগঞ্জ বাজার, মকিমাবাদ, আবুল কাশেম (৪৮), পৌরসভাধীন বিশ্বরোড, মকিমাবদ, জাহাঙ্গীর আলম (৫৫), হাজীগঞ্জ বাজার, মকিমাবাদ, আব্দুল আউয়াল সর্দার (৫০), পৌরসভাধীন মকিমাবদ, সর্দার বাড়ী, আবুল বাশার ওরফে লেদা মিয়া (৮০), পৌরসভাধীন মকিমাবদ, সর্দার বাড়ী, আলহাজ্ব আব্দুল লতিফ (৭৫), পৌরসভাধীন ধেররা, আব্দুল মমিন (৫৮), সদর ইউনিয়ন, গ্রাম বাউড়া, সর্দার বাড়ী, মাওলানা আবু তাহের (৪০), কালোচোঁ উত্তর ইউনিয়ন, গ্রাম-নিশ্চিন্তপুর, মাজেদা বেগম (৫৫), সদর ইউনিয়ন, সুবিদপুর, আলহাজ্ব আব্দুল মান্নান (৮৫), হাজীগঞ্জ পৌরসভা মকিমাবাদ এবং সর্বশেষ মৃতু ব্যক্তি হলেন ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সুশীল সাহা ও পৌরসভার ৬নং ওয়ার্ড চৌধুরী পাড়ার বিলকিস আক্তার।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম চিশতি এ তথ্যা জানান।
এছাড়াও ঢাকায় হাজীগঞ্জের আরো ৩জন ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তারা হলো বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের নারায়ণ লোধ, একই ইউনিয়নের বিএনপি নেতা মোবাশ্বেরের মেয়ে মিথিলা (২১), ও হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের রোকেয়া বেগম (৬৫)।

শেয়ার করুন

Leave a Reply