৩০ মার্চের মধ্যে খাস জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩০ মার্চ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত এবং জেলা প্রশাসনের খাস জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীগণকে স্থাপনাসহ মালামাল সামগ্রী নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে চাঁদপুর সদর উপজেলার মতিন মাওলানার ব্রীজ হতে হরিণা পর্যন্ত ২৮মার্চ রোববার বিকাল ৩টা থেকে মাইকিং করা হয়েছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করলে তারা জানায় বাংলাদেশের ৬৪ জেলার পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গায় বে অইনি ভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলাধীন মতিন মাওলানার ব্রীজ হতে বাগাদী, বালিয়া, লক্ষ্মীপুর ও হানারচর হরিণা পর্যন্ত সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। খুব শ্রীঘ্রই জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন। এরপর ধাপে ধাপে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত অন্যান্য সকল জায়গা থেকে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply