গণঅভ্যুত্থানে চাঁদপুরের ৩০ শহীদ পরিবারকে ৫৯ লাখ টাকা অনুদান প্রদান
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে আছে সরকার : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করেছে চাঁদপুর জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০ শহীদ পরিবারের সদস্যদের নিকট ৫৯ লাখ টাকা অনুদান প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরীসহ আন্দোলনকারী শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মা তার সন্তান হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বোন তার ভাই হারিয়েছে। আপনাদের বিভিন্নভাবে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে কিন্তু সেই অনুদানের মাধ্যমে আপনাদের মন জয় করা সম্ভব নয়। আমাদের কাছে এমন কিছু অভিযোগ আসছে, অনুদানের টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আপনারা এমনটা করবেন না, পরিবারের মধ্যে যিনি অনুদান পাওয়ার প্রাপ্য, তিনি শুধু আর্থিক অনুদান পাবেন। আমরা আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে আছে সরকার।