চাঁদপুরে উই এর প্রথম অফিসিয়াল সভা

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে উই উদ্যোক্তাদের প্রথম অফিসিয়াল সভা অনষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এই অফিসিয়াল সভায় প্রায় ৭০জন উদ্যোক্তা অংশ নেন। এ সময় উদ্যোক্তারা নানা ধরনের দেশীয় পন্যসহ হাতে তৈরী বিভিন্ন মজাদার খাবার সামগ্রী প্রদর্শন করেন। এর মধ্যে শাড়ী,চাদর,মেয়েদের পোশাক,কেক পিঠা,সন্দেশ,নানা ধরনের আচারসহ বিভিন্ন পন্য সামগ্রীর সমারহ ঘটে। সভায় উইএর ডিস্ট্রিক হেড নাদিয়া রওশনের সভাপতিত্বে উদ্যোক্তা খাদিজা আক্তার তুলি,ইরা খান, তানিয়া ইসলাম,নুসরাত কাফি,সবনাম মুসতারি লাবনি,মিফতাহুল জান্নাত নুর,নিগার সুলতানা,নীলা রহমান,পূর্নিমা রায়,জুয়েল রানা প্রমুখ বক্তব্য রাখেন। তবে আলোচনা সভায় উদ্যোক্তারা তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে রক্ষায় উইএর সহযোগিতা কামনা করেন। এ
সময় নাদিয়া রওশন নারীসহ উদ্যোক্তাদের পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স করার পরমর্শ দেন। যেখানে নারী উদ্যোক্তাদের জেলা প্রশাসক ও পৌর মেয়র থেকে সব ধরনের সহযোগিতা পাওয়ার আশ্বাস রয়েছে বলে দাবি করেন।

শেয়ার করুন

Leave a Reply