চাঁদপুরে স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী কারাগারে

কামরুজ্জামান হারুন :
চাঁদপুরে স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী কারাগারে পাঠিয়েছে আদালত। ২৬ আগষ্ট বৃহস্পতিবার চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালত (মতলব উত্তর ) বিচারক মোঃ কফিল উদ্দিন এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায় মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামের দুলাল মিজির কন্যা মনি আক্তার মিতুর ।
একই উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামের সিরাজ বাগের ছেলে নুর মোহাম্মদ এর সাথে ২ লক্ষ ৫০ হাজার টাকা দেন মোহরে দুই বছর আগে বিবাহ হয়।
বিবাহের পর থেকে বিভিন্ন মাধ্যমে স্ত্রী ও তার পরিবার নুর মোহাম্মদ এর কাছে ৩ লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছে।
ফলে নূর মোহাম্মদ বাদী হয়ে গত ১৫ জুলাই চাঁদপুরে আমলী আদালতে মনি আক্তার মিতু (২১) মেহেদী হাসান (২৬) দুলাল মিজির(৪৮) বিরুদ্ধে এজাহার দাখিল করে। পরে বিচারক মামলাটি আমলে নিয়ে (সি.আর ১৮৯/২১ মামলায়) আসামী মনি আক্তার মিতু সহ সকলের বিরুদ্ধে সমন দেয়।
আসামী মনি আক্তার মিতু বৃহস্পতিবার(২৬ আগষ্ট) আদালতে জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অপর আসামি মেহেদী হাসান ও দুলাল মিজিকে জামিন দেন।

শেয়ার করুন

Leave a Reply