চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ২২টি পুরস্কারের মধ্যে ১০টি হাজীগঞ্জে
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরে জেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার তিন দিনব্যাপী (১৭-১৯ মে) অনুষ্ঠিত মেলার সমাপনী দিনে ২২টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে সিনিয়র গ্রুপে প্রথম এবং বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র গ্রুপে প্রথম ও কুইজে প্রথম’সহ হাজীগঞ্জ উপজেলা ১০টি পুরস্কার অর্জন করে।
জানা গেছে, গত ১৭ থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ এ জেলা পর্যায়ে ৮টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে প্রকল্প প্রদর্শনীতে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ এবং জুনিয়র গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও ৩য় স্থান অর্জন করে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
এছাড়াও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজে প্রথম স্থান অর্জন করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র গ্রুপে প্রথম, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ এর তিনজন শিক্ষার্থী এবং সিনিয়র গ্রুপে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের তিনজন শিক্ষার্থী।
সব মিলিয়ে প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজে ২২টি পুরস্কারের মধ্যে হাজীগঞ্জের উদ্ভাবক ও বিজ্ঞানমনষ্ক শিক্ষার্থীরা ১০টি পুরস্কার অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদসহ অংশগ্রহণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি আগামি দিনে আরো ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন।