নতুন বাংলাদেশ গড়তে আমাদের জাতীয় ঐক্য ও সংহতির কোন বিকল্প নেই : রাশেদ খান
ইব্রাহীম রনি :
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা গড়তে হলে আমাদের জাতীয় ঐক্য ও সংহতির কোন বিকল্প নেই। আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় বিভাজন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল এখনো তা পূরণ হয়নি। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা রাষ্ট্র সংস্কার চাই, গণহত্যার বিচার এবং একই সাথে নির্বাচনী রোডম্যাপ। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা করলে বাংলাদেশের জনগণ মানবে না।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুকি দাঁড় করানোর চক্রান্ত করা হচ্ছে। সেনাবাহিনী গণঅভুত্থানে ভূমিকা রেখেছে। সেনাবাহিনী যদি বন্দুকের নল আওয়ামী হায়েনাদের দিকে তাক না করতো তাহলে এই গণঅভুত্থান হতো না। তাই সেনাবাহিনীকে নিয়ে মন্দ কথা বলার চেষ্টা করবেন না।
রাশেদ খান আরও বলেন, চাঁদপুরের ভূমি খাদক সেলিম খানের নাম শুনেছি। যাকে আশ্রয়-প্রশ্রয় দিতো ডামী মন্ত্রি ডা. দীপু মনি। আজকে দীপু মনিরা কোথায়? তারা ভিন্নমতের উপর যেভাবে দমন-পীড়ন করেছে ঠিক একইভাবে তাদের পতন নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশ গঠন করতে হলে আমাদের সকলকে একতাবদ্ধ থাকতে হবে। আমি চাঁদপুরের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, সবাই এক থাকুন। এই চাঁদপুরে যেন আর কোন আওয়ামী স্টাইলে রাজনীতি না হয়। আর কোন দীপু মনি, সেলিম খানের জন্ম না হতে পারে।
চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মাহমুদুল হাসান এবং যুগ্ম আহবায়ক সাংবাদিক মো. জাকির হোসেন যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্যা সেলিম, জেলা জামায়াত, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।