প্রধানমন্ত্রীর পদত্যাগে চাঁদপুরে ছাত্র-জনতার বিজয় উল্লাস
নিজস্ব প্রতিবেদক :
সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশের ন্যায় চাঁদপুরেও হাজার হাজার ছাত্র-জনতা রাস্তায় নেমে বিজয় উল্লাস করছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে ৩টার পর থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই নারী, পুরুস রাস্তায় নেমে আসে। এ সময় উল্লাসিত মানুষকে নানা স্লোগান দিতে দেখা গেছে।
সরেজমিন দেখা গেছে, বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে শুরু হয় বিজয় মিছিল। এতে অংশ নেন নারী-শিশুসহ হাজার হাজার মানুষ। মাত্র আধ ঘণ্টার মধ্যে শহরের বাসস্টেশন ইলিশ চত্বর, শপথ চত্বর, ও মিশনরোড় মোড়ে সমবেত হন হাজারো মানুষ। শহরের ইলিশ চত্বর এলাকা থেকে শিক্ষার্থীদের একটি বিজয় মিছিল বের হয়ে শহর পদক্ষিণ শেষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ও মাথায় পতাকা স্লোগান দিতে দেখা গেছে। সেখানে তারা বিজয় উল্লাসে নানা স্লোগান দেয়। এছাড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে উল্লাসিত জনতা খণ্ড খণ্ড বিজয় মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।
এদিকে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা । প্রাণহানি ও আন্দোলন সংগ্রামের পর বিজয় অর্জিত হওয়ায় তারা সাধারণ জনতাকে ধন্যবাদ জানান। ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র হামলায় আহত শিক্ষার্থীরাও হাতে-পায়ে, মাথায় ব্যান্ডেজ নিয়ে রাস্তায় নেমে আসেন। শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন তাদের শিক্ষক ও অভিভাবক।
শিক্ষার্থীরা জানান, এ বিজয় এদেশের আপামর জনতার বিজয়। ৬৯, ৫২, ৭১ ও ৯০ মতোই ২৪এর রক্ত বৃথা যায়নি। ছাত্র আন্দোলনের মুখে কোন স্বৈরাচারী যে টিকতে পারেনি এবারও বাংলাদেশ তা দেখলো। নিহতদের স্মরণে তারা শহীদ মিনারে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। একই সাথে মোমবাতি প্রজ্জ্বলন করেন।