ভেদাবেদ ভু‌লে এক‌ত্রে দ‌লের জন্য কাজ করার আহ্বান জানালেন বিএনপি’র প্রার্থী লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে বিজয়ী সা‌বেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ । সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধা‌রিত আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন। যার মধ্যে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন লায়ন মো: হারুনুর র‌শি‌দের নাম ঘোষণা করা হয়। ‌ঘোষণার পর পরই উপ‌জেলা বিএন‌পির নেতাকর্মীরা উচ্চ‌সিত হ‌য়ে আনন্দ উৎযাপন ক‌রতে থা‌কে।
এসময় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ১৭ বছরের কষ্টের ফসল ঘরে তোলার জন্য আমরা প্রস্তুত। আমাদের কোন বিভেদ থাকবে না, সকলে মিলে ফরিদগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। আমরা বেদা‌ভেদ ভু‌লে এক‌ত্রে দ‌লের জন‌্য কাজ করার আহ্বান জানা‌চ্ছি।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী বলেন, মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমরা আগেই বলেছি, ধানের শীষ যার, আমরা তার। আশা করছি, দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই আসনটি বিপুুল বিজয়ের মাধ্যমে উপহার দিয়ে ফরিদগঞ্জ বিএনপির ঘাঁট তার প্রমাণ আবারো দিবে ।
জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান বলেন, আজ আনন্দে আমার বুক ফেঁটে যাচ্ছে। কষ্টের ফল যে মিষ্টি হয়, তার প্রমাণ আজ পেলাম। অবশ্যই নির্বাচনে ফলাফলেই তার প্রমাণ হবে।
পৌর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক এম.এম টুটুল পাটওয়ারী বলেন, আজ থেকে দলে আর কোন বিভেদ নেই।যারা বিএনপিকে ভালোবাসেন, তারা সকলে মিলে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানেরশীষের জন্য ভোট চাইবেন।

পৌর বিএনপি নেতা নাজিম উদ্দিন বলেন, কষ্টের দিন শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে, ধানেরশীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে।
বিএনপি নেতা সেলিম খান বলেন, লায়ন হারুন একজন পরিচ্ছন্ন নেতা রাজনীতিবিদ, তিনি দল ও দেশের জন্য কাজ করেছেন। মানুষের দোয়ায় ও তার কর্মগুণে সৃষ্টি কর্তার অশেষ রহমতে দল আমাদের নেতাকে মূল্যায়ন করেছে, এইজন্য আমরা দলের প্রতি কৃতজ্ঞ

শেয়ার করুন