মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা পরিদর্শনে জেলা প্রশাসক

মোশারফ হোসেন তালুকদার :

১৫ মে বৃহস্পতিবার মতলব দক্ষিন উপজেলা ক্রীড়া সংস্থা ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা পরিদর্শনকালে তিনি বলেন একটি অঞ্চলের কিশোর, যুবক কে ক্রীড়ামুখী করতে ক্রীড়া সংস্থার ভূমিকা অনেক। এই উপজেলা থেকে একসময় অনেক ভালো ভালো খেলোয়াড় ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠিত ক্লাবে খেলেছে। ক্রীড়া সংস্থার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ক্রীড়াপ্রেমী সংগঠক ও ক্রীড়াবিদদের পদচারনায় মুখরিত হবে ক্রীড়া সংস্থা প্রাঙ্গণ, আয়োজন হবে বিভিন্ন টুর্নামেন্টের। ক্রীড়া সংস্থার উন্নয়নে তিনি পাশে থাকার ও সর্বাত্মক সহযোগিতার আশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ, ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম কিরন, মতলব
বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান সরকার, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, ৭ নং ওয়ার্ড যুবদল সভাপতি আনোয়ার হোসেন প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আজিজুল হক দিপু সরকার, যুবনেতা মুকুল দেওয়ান প্রমুখ।

শেয়ার করুন