হয় গুন্ডারা থাকবে, না হয় তারেক রহমানের আদর্শের সৈনিকরা থাকবে : শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
আলমগীর হোসেন পাটওয়ারী :
চাঁদপুরে ব্যবসায়ীদের সুবিধার্থে ব্যবসা বান্ধব পরিবেশ রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২২ মে বৃহস্পতিবার বিকেলে শহরের রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি বলেন, সবাই একটি কথা মনে রাখবেন চাঁদাবাজদের কোন ধর্ম নেই দলও নেই। হয় গুন্ডারা থাকবে, না হয় তারেক রহমানের আদর্শের সৈনিকরা থাকবে। আমাদের বাঁচার জন্য দুইটি রাস্তা একটি হলো ব্যবসা আরেকটি হলো চাকরি।
সেখানে যদি কেউ চাঁদা চাইতে আসে আপনারা সরাসরি অভিযোগ করবেন । সরাসরি থানায় অথবা সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দায়ের করবেন। প্রয়োজনে আমাদেরকে জানাবেন।
তিনি আরো বলেন, আপনারা যদি সত্যি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অভিযোগ দায়ের করবেন । কোন ভয় পাবেন না। আপনারা আপনাদের সংগঠন চেম্বার অব কমার্সের সদস্য হন। সেখানে নিজেদের সমস্যাগুলি জানান। তাহলে দেখবেন আপনাদের সমস্যাগুলো সহজে সমাধান হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম,চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ।
রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা ও ব্যবসায়ী ফয়সাল আহমেদ বাহারের যৌথ পরিচালনায় সভায় ব্যবসায়িদের মধ্যে বক্তব্য রাখেন,হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান , নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরে আলম রিপন আহমেদ,ব্যবসায়ী মোজাফফর ভূইয়া,ঔষুধ ব্যবসায়ী মনির হোসেন ।