হাইমচরে ৮নং দুর্গাপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

হাসান আল মামুন :

হাইমচর উপজেলার ০৮ নং দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও হাইমচর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

৮নং দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ সোলাইমান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়ের বাজার কমিটি সভাপতি মোঃ আবু তাহের মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দিন মাস্টার, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেকব দল ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝি।

এসময় উপস্থিত ছিলেন, উক্ত স্কুলের সাবেক সভাপতি মমতাজ ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া, উক্ত স্কুলের সাবেক সভাপতি মোঃ আবু হানিফ মিয়া (খোকা) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন