হাজীগঞ্জে গ্রাম পুলিশের বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাউল উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (১৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে অবস্থিত স্বপন সাহার বসতঘর থেকে এ চাউল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গেল কয়েকদিন ধরে গ্রাম পুলিশ স্বপন সাহা স্থানীয় কয়েকজনের কাছে চাউল বিক্রয় করে। সকালে একজন তার বাসা থেকে চাউল নিয়ে বের হতে দেখে। বসতঘরের ভিতরে প্রবেশ করে ৫০ কেজি ওজনের ৯ বস্তা, ৩০ কেজি ওজনের ৫ বস্তা ও চাউলের ১২টি খালি বস্তা দেখেন। এবং ৬ বস্তা বিক্রয় করেছে স্বপন শিকার করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবেদ হোসেনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে চাউল জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা বলেন, চাউল গুলো ভিজি এফের চাউল। সে এগুলো ক্রয় করে রেখেছেন। এবং তার নামের কয়েকটি কার্ডের চাউলও আছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ঈদুল আজহা উপলক্ষে উপলক্ষে ২ হাজার ১২৮ টি ভিজি এফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেওয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ স্বপন সাহা বিতরণ করার কথা রয়েছে। এখন এসে শুনি চাউল স্বপনের ঘরে পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবেদ হোসেন বলেন, ঘটনাস্থলে এসে চাউল জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানকে তদন্ত কমিটি গঠন করে ২ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে সত্যতা পেলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে গ্রাম পুলিশ স্বপন সাহার বিরুদ্ধে।

শেয়ার করুন