হাজীগঞ্জে মন্দিরে হামলা সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫৪

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের হাজীগঞ্জে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় এ পর্যন্ত ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সোমবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইব্রাহীম খলিল।
ওই ঘটনায় দায়েরকৃত ১০টি মামলায় আসামী করা হয়েছে প্রায় ৫ হাজার জনকে।
পুলিশ পরিদর্শক তদন্ত ইব্রাহীম খলিল জানান, সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। এর মধ্যে প্রথমেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা দুই হাজার থেকে ২২শ’ জনকে আসামি করে দুটি করে মামলা দায়ের করে। পরবর্তীতে গত কয়েকদিনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আরও আটটি মামলা দায়ের করেছেন। প্রতিটি মামলায় অজ্ঞাতনামা তিন থেকে চারশ’ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সাবেক শিবির সভাপতি মো. কামাল উদ্দিন আব্বাসীসহ ৫৪ জনকে।
উল্লেখ্য, কুমিল্লার ঘটনার জের ধরে গত ১৩ অক্টোবর রাতে হাজীগঞ্জ পৌর এলাকায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। সংঘর্ষের পর ঘটনাস্থলে তিন জন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনসহ মোট পাঁচ জনের মৃত্যু হয়।

 

শেয়ার করুন

Leave a Reply