অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান শিক্ষামন্ত্রীর

চাঁদপুর প্রতিদিন ডেস্ক :
পরীক্ষা হলের ভেতরে স্বাস্থ্যবিধি মানা হলেও হলের বাইরে অভিভাবকরা স্বাস্থ্যবিধি মানছেন না। আর তাই করোনা সংক্রমণমুক্ত থাকতে অভিভাবকসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা দেখলাম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা হলে তো সবাই স্বাস্থ্যবিধি মানছে। যেটুকু দেখেছি আমরা সন্তুষ্ট। বাইরে অভিভাবকরা আছেন তারা যেন স্বাস্থ্যবিধি মানেন। সবাই যদি স্বাস্থ্যবিধি মানি তাহলে ওমিক্রনের যে আশঙ্কা দেখা দিয়েছে তাতে শুধু পরীক্ষার্থী নয়, সারাদেশকে করোনা মুক্ত রাখতে পারব। এজন্য সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’
অভিভাবকদের ভিড়ের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পাবলিক পরীক্ষা যেভাবে অভিভাবকরা গুরুত্বের সঙ্গে নেন। সে কারণে হলের ভেতরে যেভাবে স্বাস্থ্যবিধি মানানো যায়, গেটের বাইরে যারা আছেন তাদের স্বাস্থ্যবিধি মানানো একবারেই শক্ত হয়ে পড়ে। তাদের কিছু করা যায় না। তাই তাদেরই সচেতন থাকতে হবে, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। তারা যেন সামাজিক দূরত্ব মেনে চলেন। অন্তত মাস্ক যেন ব্যবহার করেন—এটুকু তো আমরা আশা করতেই পারি। কারণ তারা আক্রান্ত হলে তাদের সন্তানরাও আক্রান্ত হবেন।

শেয়ার করুন

Leave a Reply