চাঁদপুরের ডিসির মোবাইল নম্বর ক্লোন করে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি

চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে অন্তত ৩ জন ব্যবসায়ীর কাছে হুবহু ওই নম্বর থেকে ফোন করে টাকা দাবি করে। মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়টি নিশ্চিত করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, আমার সরকারি নম্বরটি ক্লোন করে কয়েকজনকে ফোন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকেই বিষয়টি জানা গেছে।
তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী আসবে বলে বিষয়টি প্রতারকরা সাজিয়েছে। এ জন্য জেলা চেম্বারের ৩ জনকে ফোন করেছে। তাদের কাছে ফোন করে বলছে, মন্ত্রী আসবে, টাকা দেন। যাদের কাছে ফোন করেছে তারা বিষয়টি আমাকে জানিয়েছেন।
জেলা প্রশাসক বলেন, বিষয়টি জানতে পেরে আইনি ব্যবস্থা নেয়ার জন্য আমরা একটি সাধারণ ডায়েরি করেছি। গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ফেইজবুক পেইজ, আমাদের দপ্তরের সকল কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। কেউ টাকা-পয়সা চাইলে যেন রেসপন্স না করে সেজন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন