চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন সুদীপ্ত রায়

চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) হিসাবে যোগদান করেছেন সুদীপ্ত রায়। গত ২৪ মে তিনি একই পদে থাকা বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিমের পদে স্থলাভিষিক্ত হলেন। ২৮তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তার পূর্বের কর্মস্থল ছিলো সিলেট জকিগন্জে। অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি কলেজ থেকে তিনি ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এমপিএস ( মাস্টার্স ইন পুলিশ সায়েন্স) সম্পাদন করেন। সুনামগঞ্জের দিরাই উপজেলা এলাকায় রায় পরিবারে তার জন্ম। বাবা প্রয়াত সমরেন্দ্র রায় ছিলেন স্কুল শিক্ষক। সুদীপ্ত রায় চাকরি জীবনে প্রথমে সিআইডি শাখায় এবং বিভিন্ন সময়ে সিলেট মেট্রো, হবিগন্জ এবং জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে তিনি দেশের বাইরেও একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি ২ ছেলে সন্তানের বাবা। স্ত্রী গৃহিনী।
সুদীপ্ত রায় বল্লেন- চাঁদপুর আমার এই প্রথম আসা। আমি আমাদের মান্যবর পুলিশ সুপারের নেতৃত্বে চাঁদপুরের আইন শৃংখলা স্বাভাবিক রাখাসহ সকল অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন করতে চাই। সেজন্য মিডিয়াসহ সকল শ্রেনিপেশা, সুশীল সমাজ এবং এখানের জেলা ও উপজেলা প্রশাসনসহ সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

Leave a Reply