চাঁদপুরে আরও ১০৫ জনের করোনা সনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১০৫ জনের করোনা সনাক্ত হয়েছে। ২৩ জুলাই শুক্রবার ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ১ জনের।
স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫৫ জন, ফরিদগঞ্জে ২৩ জন, হাজীগঞ্জে ১৩ জন, মতলব দক্ষিণে ১০, মতলব উত্তরে ১ জন, হাইমচরে ১ জন শাহরাস্তিতে ২ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৭৯৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪৯ জন। ২৩ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৬৫ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৩ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৫৬৫ জন, হাইমচরে ৩২৮ জন, মতলব উত্তরে ৪২৯ জন, মতলব দক্ষিণে ৬৭১ জন, ফরিদগঞ্জে ৮৭৭ জন, হাজীগঞ্জে ৮০১ জন, কচুয়ায় ২৮৩ জন, শাহরাস্তিতে ৮৪৫ জন।
মৃত ১৪৯ জনের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন, ফরিদগঞ্জে ২৫ জন, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ১৫ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৮ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৯০৮ জনের। এর মধ্যে পজেটিভ ৭ হাজার ৭৮০ জন আর নেগেটিভ ৩০ হাজার ১২৮ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭৮৫ জন। এদের মধ্যে ৬১ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৭২৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply