চাঁদপুরে আরও ৩৫ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নতুন করে আরও ৩৫ জনের করোনা সনাক্ত হয়েছে। ১ জুলাই মঙ্গলবার মাত্র ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের রিপোর্ট পজেটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩২ জন, হাজীগঞ্জে ১ জন, ফরিদগঞ্জে ১ জন, মতলব দক্ষিণে ১ জন এবং মতলব উত্তরে ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৫১৫ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৭ জন। ১ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৫৪ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৫৮৩ জন, হাইমচরে ২৭৫ জন, মতলব উত্তরে ৩০৯ জন, মতলব দক্ষিণে ৪৯৮ জন, ফরিদগঞ্জে ৬১৬ জন, হাজীগঞ্জে ৫৫৪ জন, কচুয়ায় ১৮৫ জন, শাহরাস্তিতে ৪৯৬ জন।
মৃত ১২৭ জনের মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, ফরিদগঞ্জে ২১ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৩৪৮ জনের। এর মধ্যে পজেটিভ ৫ হাজার ৪৯৬ জন আর নেগেটিভ ২৬ হাজার ৮৫২ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৪ জন। এদের মধ্যে ১৫ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৫১৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply