চাঁদপুরে আরও ৪০ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নতুন করে আরও ৪০ জনের করোনা সনাক্ত হয়েছে। ৩ জুলাই রোববার মাত্র ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের রিপোর্ট পজেটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৩ জন, হাজীগঞ্জে ৯ জন, ফরিদগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ২ জন, কচুয়ায় ৩ জন, শাহরাস্তিতে ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৬০৮ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৭ জন। ৩ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৭৭ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
৩ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬৪৭ জন, হাইমচরে ২৭৫ জন, মতলব উত্তরে ৩১৫ জন, মতলব দক্ষিণে ৪৯৯ জন, ফরিদগঞ্জে ৬২৫ জন, হাজীগঞ্জে ৫৬৩ জন, কচুয়ায় ১৮৮ জন, শাহরাস্তিতে ৪৯৬ জন।
মৃত ১২৭ জনের মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, ফরিদগঞ্জে ২১ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৫৮২ জনের। এর মধ্যে পজেটিভ ৫ হাজার ৫৮৯ জন আর নেগেটিভ ২৬ হাজার ৯৯৩ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬০৪ জন। এদের মধ্যে ৩৫ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৫৬৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply