চাঁদপুরে আরও ৫৯ জন করোনা আক্রান্ত, ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২৪ আগস্ট মঙ্গলবার ৩১৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৮ জন, ফরিদগঞ্জে ৫ জন, হাজীগঞ্জে ৮ জন, মতলব উত্তরে ১৩ জন, শাহরাস্তিতে ৯ জন, হাইমচরে ২ জন, মতলব দক্ষিণে ১ জন, কচুয়ায় ৩ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ১৯৬ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২৫ জন। ২৪ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৫৩৫ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৪ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯৬৪ জন, হাইমচরে ৮০৯ জন, মতলব উত্তরে ৮৫৩ জন, মতলব দক্ষিণে ১২৩০ জন, ফরিদগঞ্জে ১৫৫৫ জন, হাজীগঞ্জে ১৪৫০ জন, কচুয়ায় ৭৬৯ জন, শাহরাস্তিতে ১৫৬৬ জন।
মৃত ২২৫ জনের মধ্যে সদর উপজেলায় ৮৬ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৯ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৬ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৬ হাজার ৩৩১ জনের। এর মধ্যে পজেটিভ ১৪ হাজার ১৭৭ জন আর নেগেটিভ ৪২ হাজার ১৫৪ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৪৩৬ জন। এদের মধ্যে ৫৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৩৮২ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply