চাঁদপুরে একদিনে তিন দফায় ১২০ জনের রিপোর্ট, জেলায় করোনা আক্রান্ত বেড়ে ২৩৬

ইব্রাহীম রনি :
চাঁদপুরে করোনা পরীক্ষার রিপোর্ট একদিনে তিনবার এসেছে। এই তিন ধাপে ১২০ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২৩৬ জন। এর মধ্যে এ পর্যন্ত মৃত ১৯ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার বিকেলে প্রথমধাপে আসা ৯৬ জনের রিপোর্টের মধ্যে ১৫ জনের রিপোর্ট পজেটিভ। এর মধ্যে শহরের ট্রাকরোড বটতলা এলাকার ষাটোর্দ্ধ বৃদ্ধ আবুল করোনা আক্রান্ত ছিলেন। আর দ্বিতীয় ধাবে বুধবার সন্ধ্যায় আরও কয়েকটি রিপোর্ট আসে। যার মধ্যে পজেটিভ পাওয়া যায় ২ জনকে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ২৩৬ জন।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন : চাঁদপুর সদর ও পৌর এলাকার ৮ জন, শাহরাস্তি উপজেলার ৩ জন, ফরিদগঞ্জ উপজেলার ৩ জন, হাজীগঞ্জের ১ জন এবং কচুয়া উপজেলার ২ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, ৩ জুন প্রথমবার রিপোর্ট আসে দুপুর ১২টায়। এরপর দ্বিতীয়বারের রিপোর্ট আসে ২টার দিকে। সর্বশেষ রিপোর্ট পাওয়া গেছে সন্ধ্যার পর। এই তিন ধাপে মোট ১২০ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে এর মধ্যে ১৭ জন পজেটিভ।
গতকাল ২ জুন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ২১৯ জন। আর আজকে যুক্ত হলো ১৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ২৩৬ জন।

শেয়ার করুন

Leave a Reply