চাঁদপুরে দুই দিনে ১৩৬ জনের করোনা সনাক্ত, মৃত ৬ জন

ইব্রাহীম রনি :
চাঁদপুরে গত দুই দিনে ১৩৬ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৬ জুন শুক্রবার সনাক্ত হয় রেকর্ড সংখ্যক ৮২ জন। আর গতকাল শনিবার সনাক্ত হয় আরও ৫৪ জন। গত দু দিনে করোনা আক্রান্ত রোগী বেড়েছে সদর উপজেলায় ৩৮ জন, শাহরাস্তিতে ৬ জন, হাজীগঞ্জে ১৪ জন, হাইমচর উপজেলায় ২২ জন, মতলব উত্তর উপজেলায় মৃত ৩ জনসহ ২৫ জন, কচুয়া উপজেলায় ৪ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১৩ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১৪ জন।
এ দু’ দিনে করোনা পজেটিভ মৃতদের তালিকায় যুক্ত হয়েছেন আরও ৬ জন।
তারা হচ্ছেন : চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার মৃত সামছুল হক (৮০), সদর উপজেলার বিষ্ণুদী এলাকার বোরহান (৬৫), হাজীগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকার বিলকিছ (৫৫), মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল বারেক (৫৬), মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর গ্রামের নিত্য লাল (৬৫), একই উপজেলার জাকির হোসেন (৫৫),
জেলায় মোট আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৩০৭ জন, হাইমচর উপজেলায় ৬২ জন, মতলব উত্তর উপজেলায় ৬১ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৮৮ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৭৮ জন, হাজীগঞ্জ উপজেলায় ৮২ জন, কচুয়া উপজেলায় ৩৪ জন, শাহরাস্তি উপজেলায় ৯৩ জন।
মৃত ৫৫ জনের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ১৫ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ২ জন।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার জেলায় ২৮০ জনের রিপোর্ট আসে। এর মধ্যে পজেটিভ ৮২ জনের মধ্যে সদর উপজেলায় ৩২ জন, শাহরাস্তি উপজেলায় ৬ জন, হাজীগঞ্জ উপজেলায় ৯ জন, হাইমচরে ১২ জন, মতলব উত্তরে ১০ জন, কচুয়ায় ১ জন, ফরিদগঞ্জে ৭ জন ও মতলব দক্ষিণ ৫ জন। এর মধ্যে মৃত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল বারেক (৫৬)-এর রিপোর্ট পজেটিভ আসে।
আর ২৭ জুন শনিবার জেলায় রিপোর্ট আসে ১১৭ জনের। এর মধ্যে ৫৪ জন পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় মৃত ১ জনসহ ৬ জন, কচুয়া উপজেলায় ৩ জন, হাজীগঞ্জ উপজেলায় ৫ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬ জন, মতলব উত্তর উপজেলায় মৃত ২ জনসহ ১৫ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৯ জন এবং হাইমচর উপজেলায় ১০ জন।
গতকাল ২৭ জুন শনিবার স্বাস্থ্য বিভাগ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জেলায় করোনায় মৃতের সংখ্যায় যুক্ত হয়েছেন আরও ৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫ জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪ হাজার ৩০৮ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৮৪৫ জনের।

শেয়ার করুন

Leave a Reply