চাঁদপুরে পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ আরও ১০ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২৩ জুন মঙ্গলবার জেলায় ৩১ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ১০ জন পজিটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭৩ জন। আর মারা গেছেন ৪৭ জন। সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে নৌপুলিশের একজন এবং ট্রাকরোডের স্বাস্থ্যকর্মীসহ ৬ জন, শাহরাস্তিতে ৩ জন এবং হাইমচরে একজন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৫৪, হাইমচর উপজেলায় ৩৪, মতলব উত্তর উপজেলায় ৩৩, মতলব দক্ষিণ উপজেলায় ৭৪ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬৩ জন, হাজীগঞ্জ উপজেলায় ৬৬ জন, কচুয়া উপজেলায় ২৯ জন, শাহরাস্তি উপজেলায় ৬৭ জন।
জেলায় এ পর্যন্ত মৃত ৪৬ জনের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলায় ১২, ফরিদগঞ্জ উপজেলায় ৬ জন, হাজীগঞ্জ উপজেলায় ১৪ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়া উপজেলায় ৫ জন, মতলব উত্তর উপজেলায় ৫ জন এবং মতবল দক্ষিণ উপজেলায় ২ জন।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলা থেকে ৩ হাজার ৯৩৭ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ২১৬ জনের। রিপোর্ট পেন্ডিং আছে ৭১৮ জনের।

শেয়ার করুন

Leave a Reply