চাঁদপুরে লকডাউন বাস্তবায়নে আরও কঠোর হচ্ছে পুলিশ

আশিক বিন রহিম :
চাঁদপুর করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে আরও কঠোর হচ্ছে পুলিশ। এখন থেকে শর্ত না মেনে দোকান খুললেই মামলা দেয়া হবে। ইতিমধ্যে সদর উপজেলার শর্ত না মানায় ৩ টি ব্যবসা প্রতিস্ঠানের বিরুদ্ধে (নন এফেয়ার) মামলা দায়ের করা হয়েছে। এদের বিরুদ্ধে আদালত ১ দিনের মাথায় সমন জারি করেছে। প্রতিষ্ঠানগুলো হলোঃ ওয়ারল্যাসের সালাউদ্দিনের দোকান, গাছতলার রাসেল খানের দোকান ও বাবুরহাটের লোকমান মজুমদারের দোকান। চাঁদপুর মডেল থানার এএসআই ইয়াকুব ৩ টি প্রতিস্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ব্যপারে বুধবার সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
এসময় তিনি বলেন, আমরা করোনা সংক্রমণরোধে যে আইনী ব্যবস্থা নিয়েছি এতে করে অসাধু দোকানীদের নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হয়েছে। তাই আমরা কৌশল পরিবর্তন করেছি। এখন শর্ত না মেনে কোন প্রতিষ্ঠান খুললে তাদের বিরুদ্ধে নিয়মিত (নন এফেয়ার) মামলা দায়ের করা হবে। ইতিমধ্যে ৩ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালত তাৎক্ষনিক সমন জারি করেছে। এছাড়া সংক্রমণ রোধে আমরা প্রায় ৫ শতাধিক সিএনজি ওটো আটক করেছি।

শেয়ার করুন

Leave a Reply