চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন, সম্পাদক বাবু নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে এই প্রথম ভোটের মাধ্যমে কার্যকরী পরিষদের নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা বাবু।
সোমবার (১৬ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেল ৫ টায় ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং কর্মকর্তা ও চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ। এসময় রির্টানিং কর্মকর্তা রজত শুভ্র সরকার ও সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাবু ৪৭ ভোট ও শফিউল আজম রাজন ৯ ভোট পেয়েছেন।
সাধারণ সদস্য পদে জিল্লুর রহমান জুয়েল ৫৩ ভোট, মোহাম্মদ আলী জিন্নাহ ৫৪ ভোট, ওমর পাটোয়ারী ৫৫ ভোট, আবু পাটোয়ারী ৫৩ ভোট, তমাল কুমার ঘোষ ৫৪ ভোট, ফেরদৌস মোরশেদ জুয়েল ৫৫ ভোট, মনোয়ার চৌধুরী ৫৩ ভোট, মিজানুর রহমান খান ৫৩ ভোট, আ: মোতালেব শেখ ৫৩ ভোট, মোশাররফ হোসেন পাটোয়ারী ৯ ভোট, শরীফ মো: আশরাফুল হক ৫৪ ভোট, শাহির হোসেন পাটোয়ারী ৫২ ভোট, সুভাষ চন্দ্র রায় ৫৩ ভোট, সেলিম আকবর ৫৩ ভোট ও হেলাল হোসাইন ৫২ ভোট পেয়েছেন। ১৪ টি পদে ১৫ জন প্রার্থীর মধ্যে মোশাররফ হোসেন পাটোয়ারী ৯ ভোট পাওয়ায় বাকি ১৪ জন সদস্য বিজয়ী হয়।
সহ-সভাপতি পদে আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জাওয়াদুর রহিম (জে আর ওয়াদুদ টিপু), জাহিদুল ইসলাম রোমান ও নাছির উদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক পদে আবুল কাশেম আখন্দ ও সালাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সংরক্ষিত মহিলা সদস্য পদে মাসুদা নূর খান ও শিপ্রা দাস, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি পদে তপন চন্দ্র ও মোঃ নুরনবী নোমান বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ৫৭ জন ভোটার। ২৭ টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ২৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন এবং ১৪ টি সাধারণ সদস্য পদের বিপরীতে ১৫ জন প্রার্থী নির্বাচন করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ৫৭ জন ভোটারের মধ্যে একজন ভোটার দেশের বাহিরে অবস্থান করায় বাকি ৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার করুন

Leave a Reply