চাঁদপুর জেলা পুলিশ অভিযানে ২৯০ পিস ইয়াবাসহ ৬ আসামী গ্রেফতার

চাঁদপুর প্রতিদিন ডেস্ক :
চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক ২৯০ পিস ইয়াবাসহ ৬ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১১ মে চাঁদপুর জেলা কচুয়া থানার এসআই (নিঃ)/মোঃ আবু ফয়সাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া কচুয়া থানাধীন নুরপুর গ্রামস্থ মুক্তা মার্কেট সংলগ্ন ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগ অফিস বঙ্গবন্ধু পরিষদ এর সামনে পাকা রাস্তার উপর আসামীঃ-মোঃ মনির হোসেন (৪০), পিতা- মৃত আলী আজম, মাতা- বিবি হাজেরা গ্রাম- চাঙ্গিনী (জালাল উদ্দিন সরকার বাড়ী) , থানা- কঁচুয়া, জেলা-চাঁদপুর এর দখল হইতে- ১৯০ (একশত নব্বই) পিচ ইয়াবা, ওজন-১৯ গ্রাম, মূল্য অনুমান ৫৭,০০০/-টাকা উদ্ধার করিয়া কচুয়া থানার মামলা নং-১১, তাং-১১/০৫/২১ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক) নিয়মিত মামলা রুজু করিয়া অদ্য ১১/০৫/২০২১ইং তারিখ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক এসআই(নিরস্ত্র)/মোঃ জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০৫(পাঁচ) পিচ ইয়াবা সহ (০১) আবুল কাশেম গাজী(৩০), পিতা- আলী আক্কাছ গাজী চৌকিদার, গ্রাম- কামালপুর(গাজী বাড়ী),(০২) আঃ মুমিন(২৫), পিতা- বাবুল হোসেন, গ্রাম-হুগলী(হালে নানাঃ ফজল হক, সাং-কামালপুর), উভয় থানা- ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে পাইকপাড়া ইউনিয়নের কামালপুর এলাকা হতে গ্রেফতার করা হয়।
নতুন বাজার পুলিশ ফাঁড়ি, চাঁদপুর এর ইনর্চাজ পুলিশ পরিদর্শক (নিঃ)/মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহয়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ৯৫ পিস ইয়াবাসহ চাঁদপুরদেরকে সদর মডেল থানাধীন পৌরসভাস্থ উত্তর শ্রীরামদী সাকিনের আক্কাস আলী হাই স্কুলের উত্তর পার্শ্বে ফারহানা স্টোরের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. সেতু চৌধুরী (২৪), পিতা- জহর লাল চৌধুরী, মাতা- রুমা রানী চৌধুরী স্থায়ী : (সাং- জোরান মোল্লা পাড়া) , উপজেলা/থানা- গোয়ালন্দ, রাজবাড়ী, বর্তমান : গ্রাম- গুয়া খোলা (দীলিপ মিস্ত্রির বাসার ভাড়াটিয়া) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, চাঁদপুর, ২. মোঃ মামুন চৌকিদার (২৬), পিতা- মৃত আলী আহাম্মদ চৌকিদার, মাতা- নাছিমা বেগম স্থায়ী : গ্রাম- উত্তর শ্রীরামদী (৫নং ঘাট) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, চাঁদপুর, ৩. মোঃ ইলিয়াছ (২৪), পিতা- আব্দুল কাদের পাটোয়ারী, মাতা- আছমা বেগম স্থায়ী : গ্রাম- উত্তর শ্রীরামদী (জামতলা, পাটোয়ারী বাড়ী) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, চাঁদপুরকে গ্রেফতার করা হয়।
এছাড়া পরোয়ানা মূলে ১১ জন আসামী সহ সর্বমোট ১৮ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply