জনগণের দোয়া ও ভালোবাসায় নির্বাচনী মাঠে আছি ইনশাআল্লাহ : আইয়ুব আলী বেপারি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান এবং আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলী বেপারি। গতকাল নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় আইয়ুব আলী বেপারি বলেন, আমি তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। আমার নির্বাচনী এলাকা চাঁদপুর সদর উপজেলার জনগণের দোয়া ও ভালোবাসায় আমি নির্বাচনী মাঠে আছি ইনশাআল্লাহ। আমি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করি। জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেন। এই পাঁচ বছর আমি আমার উপজেলার জনগণের সুখে দুঃখে পাশে ছিলাম। বিশেষ করে করোনা মহামারীর সময় আমার ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে ছিলাম। এছাড়া আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ও সফল শিক্ষামন্ত্রী, বর্তমান সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি আপার প্রত্যেকটি কাজে তাঁর একজন বিশ্বস্ত কর্মী হিসেবে তাঁর পাশে ছিলাম। করোনা মহামারীর সময় ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মানুষের সেবায় যে বিশাল কর্মযজ্ঞ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড পাশে থেকে বাস্তবায়নে আমার সক্রিয় ভূমিকা ছিল। এসবের সুবাদে জনগণের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। জনগণের দোয়া এবং ভালোবাসা আমার উপর রয়েছে। এই দোয়া এবং ভালোবাসাকে পুঁজি করে আমি আসন্ন উপজেলা নির্বাচনে সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। সে লক্ষ্যে নির্বাচনী মাঠে রয়েছি। ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। এখন থেকে আমাদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, আমি রাজনৈতিকভাবে যে দলটি করি এবং আমার পুরো পরিবার যে দলের আদর্শের রাজনীতি করে সে দলের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া ভালোবাসা এবং চাঁদপুরের চাঁদকন্যা, উন্নয়নের নেত্রী ডাঃ দীপু মনি এমপির দোয়া ও ভালোবাসা নিয়ে আমি ভোটারদের কাছে যাবো। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের সারথী হয়ে সদর উপজেলাকে আমাদের এমপি মহোদয়ের দিকনির্দেশনায় জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলবো এই অঙ্গীকার করছি। আমি দলমত নির্বিশেষে সকলের দোয়া ভালোবাসা এবং সমর্থন কামনা করছি।

 

শেয়ার করুন