পুরানবাজার ভুইয়ার ঘাটে ট্রলারডুবির স্থান পরিদর্শনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

আশিক বিন রহিম :
চাঁদপুর শহরের পুরানবাজার সংলগ্ন ভূইয়ার ঘাট এলাকায় খাদ্যপন্যবাহী একাধিক ট্রলারডুবির ঘটনার স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ৬ এপ্রিল মঙ্গলবার তিনি জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কেন এই ঘটনা ঘটেছে তা সরজমিনে অনুসন্ধান করেন।
এ সময় জেলা প্রশাসক ঘাট সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং এলাকাবাসীর সাথে বিস্তারিত আলোচনার মাধ্যমে সমস্যার কারণ উদঘাটন করেন। স্থানীয় ব্যবসায়ীগণ জেলা প্রশাসককে জানান ঘাটে কিছু বোল্ডার ফেলা হলে আর একটি পন্টুনের ব্যবস্থা হলে এই সমস্যার সমাধান হবে। একইসাথে ঘাটের পাশে জেগে ওঠা নতুন চরটি অপসারণের দাবীও জানান।
এসময় জেলা প্রশাসক চাঁদপুর মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং সমস্যার সমাধানকল্পে উদ্যোগ নেয়ার কথা জানান।
উল্লেখ্য, গত রোবার রাতের হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে ডাকাতিয়া নদীতে নোঙর করা পুরাণবাজারের ব্যাবসায়ীদের পণ্যবাহী ৫টি ট্রলার নদীতে ডুবে গেছে। এতে বাজারের ব্যাবসায়ীদের বিভিন্ন প্রকার মালামাল নদীতে তলিয়ে যায় এবং ব্যবসায়ীদের বিশাল অংকের টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply