মতলব দক্ষিণে করোনা প্রতিরোধে মাঠে উপজেলা প্রশাসন তৎপর

নিজস্ব প্রতিবেদক :
বৈশি^ক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন তৎপর। গত ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষনা করার পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজার ও সড়কে এবং পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও মাস্ক ব্যবহারের জন্য প্রচার প্রচারনা ও জনসচেতনতামূলক অভিযান চালিয়ে যাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ উপজেলা প্রশাসন। ইতিমধ্যে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাস্ক ব্যবহার না করায় এবং লকডাউন অমান্য করায় বেশ কয়েকটি মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। এদিকে, উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনদের সার্বিক সহযোগীতা নিয়ে মাঠপর্যায়ে কাজ করছেন। বিনামূল্যে মাস্ক বিতরন করছেন। ঔষধের দোকান ব্যতিত সকল দোকানপাট বন্ধ রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, করোনা প্রতিরোধে ও লকডাউন বাস্তবায়নে সরকার কর্তৃক যে ১৮টি নির্দেশনা প্রদান করা হয়েছে, তা মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান। গুরুত্বপূর্ণ প্রয়োজন ব্যতিত কেউ ঘর থেকে বের হবেন না। এ সময় তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply