বুধবার থেকে মহামায়া বাজার বন্ধ ঘোষণা

মিজান পাটওয়ারী :
করোনা ভাইরাসের কারণে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে বুধবার থেকে ২৮ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৪ জুন রবিবার সন্ধ্যায় মহামায়া বাজার ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভায় বাজার ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওষুধের দোকান ব্যতিত অন্যান্য সকল দোকান পরবর্তী সময় পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা দেন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক শাহাজালাল বেপারী। কারণ, মহামারী করোনা ভাইরাস দিনদিন মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে জীবন যাত্রাকে আতংকিত করে তোলছে। আমাদের এলাকায়ও ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য এ সিদ্ধান্ত। এছাড়া সকলকে নিজ নিজ দায়িত্বে ঘরে অবস্থান করতে বলা হয়েছে এবং বর্তমান প্রচলিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী সহ বাজার ব্যবসায়ীবৃন্দ।
জানা যায়, মহামায়া বাজারের ব্যবসায়ীদের নিয়ে সম্মিলিত সভায় বাজার বন্ধ রাখার ঘোষনা হয়। মাছ ও কাঁচা তরকারীর ব্যবসায়ীরা পূর্ব বাজারের সিদ্দিক মোক্তারের মার্কেট মাঠে সকাল ১১টার মধ্যে দোকান খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, মহামায়া বাজার ও আশপাশের এলাকায় করোনার সংক্রমণ, আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর হার অতি সম্প্রতি ব্যাপক হারে বেড়েছে। এ জন্য স্থানীয় জনগণ বাজারটিতে কারফিউ বা কড়া লকডাউনের দাবি জানিয়ে আসছিল। এরপর দ্রুততম সময়ে এই সিদ্ধান্ত আসলো। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে স্থানীয় লোকজন এই সিদ্ধান্তের শতভাগ বাস্তবায়ন চান।

শেয়ার করুন

Leave a Reply