ভোটাদের কেন্দ্রে আনতে পারলে আমাদের বিজয় সুনিশ্চিত : নৌকার মেয়র প্রার্থী অ্যাড. জুয়েল

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা কৃষকলীগের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে এবং জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলনের তারিখ নির্ধারনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সভায় চাঁদপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের বিজয় করার লক্ষে আলোচনা করা হয়।
গতকাল ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক হিজবুল বাহার রানা।
চাঁদপুর জেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধানের সভাপতিত্বে এবং যুগ্মু-আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মেহাম্মদ হারুন অর রশীদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষকলীগ কেন্দ্রীয় নেতা সামিউল বাসির, কৃষ্ণ গোপাল, চাঁদপুর জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি এনায়েত উল্লাহ ঢালী, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমরান হোসেন সিলিম।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক ছাত্তার সিদ্দিকী, আব্দুল হান্নান সবুজ, ফরিদগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর সাত্তার পাটওয়ারী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সফর আলী সওদাগার, চাঁদপুর পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, কচুয়া উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক মেহাম্মদ ওবায়েদ উল্লাহ, কচুয়া পৌর সভাপতি রকিবুল ইসলাম মহিনসহ মতলব, হাইমচর, হাজিগঞ্জ, শাহরাস্তি উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবন্দ বক্তব্য রাখেন।
সভায় চাঁদপুর পৌরসভার আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইভিএম প্রদ্ধতি চালু করেছেন মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। এটা একটা নতুন প্রদ্ধতি, সাধারণ মানুষ এই প্রদ্ধতিতে অভ্যস্ত নয়, আপনারা ভোটাদের কেন্দ্রে আসার বিষয়টি নিশ্চিত করতে পারলে আমাদের বিজয় সুনিশ্চিত।
তিনি আরো বলেন, আমাদের মধ্যে কোন দ্বিমত নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ। যারা এসব কথা বলে তারা দলের শত্রু, তাদের চিহৃত করবেন।

শেয়ার করুন

Leave a Reply