মতলব উত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা আইনশৃঙ্খলা সমন্বয় সভা

কামরুজ্জামান হারুন :
মতলব উত্তর উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা রোববার (২৬জুলাই) উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত এর সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস এর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইউম, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুঁইয়া, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহাম্মদ, বাগানবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, গজরা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলা উদ্দিন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম’ প্রমুখ।
সভায় মেঘনা ও ধনাগোদা নদীর পানি বৃদ্ধিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়ি বাঁধ হুমকির মুখে। তাই বেড়ি বাঁধের উপর বিভিন্ন গাছ- আগাছা আগামী ৩ দিনের মধ্যে পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য স্ব-স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে দায়িত্ব দেয়া হয়েছে। বেড়ি বাঁধের যেখানে সমস্যা হবে, সাথে সাথেই মেরামতের ব্যবস্থা গ্রহন করতে হবে।
এছাড়া ঈদুল আযহার ঈদের জামাত নিজ নিজ মসজিদে অনুষ্ঠিত হবে। গরুর বাজারে মাস্কসহ সামাজিক দুরত্ব বজায় রেখে গরু-ছাগল ক্রয় বিক্রয় করবে। কোন গরুর বাজারে অতিরিক্ত হাসিল আদায় না করার নির্দেশ দেন। কোন অনিয়ম হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply