মতলব দক্ষিণে ৪শ ৫৪টি মসজিদে ২২ লাখ ৫৪ হাজার টাকার অনুদান প্রদান

মতলব প্রতিনিধি :
করোনা ভাইরাসের কারনে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৪শত ৫৪ টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের মাঝে ২২ লক্ষ ৫৪ হাজার টাকা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে অনুদান প্রদান করেছেন। গত ৩ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামি ফাউন্ডেশনের সহযোগীতায় প্রতিটি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের মাঝে ৫ হাজার টাকা করে চেক মোট ৪শত ৫৪ টি মসজিদের ২২ লক্ষ ৫৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনা ভাইরাসের কারনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে প্রত্যেকটি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের বরাবরে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন। উক্ত অনুদানের টাকা চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply