মোলহেডে বঙ্গবন্ধুর নামে নান্দনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার বিকেলে শিক্ষামন্ত্রী চাঁদপুর শহর রক্ষা বাধ এলাকা পরিদর্শন করেছেন। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, চাঁদপুরকে নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষায় বড় ধরনের যে পরিকল্পনাটি রয়েছে, তা সমীক্ষা পর্যায়ে রয়েছে। আশা করি, খুব শীঘ্রই সমীক্ষা সম্পন্ন হয়ে তা একনেকে পাস হওয়ার পর কাজ শুরু হয়ে যাবে।


এছাড়া তিনি ত্রিনদী মোহনা বেষ্টিত মোলহেডে বঙ্গবন্ধুর নামে নান্দনিক বঙ্গবন্ধু পর্যটন গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, এখানে রেলওয়ের জায়গার উপর এটি করতে গেলে রেল এবং স্থানীয় জেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত প্রচেষ্টায় আলোচনার মাধ্যমে করতে হবে। এজন্য আমি খুব শীঘ্রই রেলমন্ত্রীকে নিয়ে আসবো।
এর আগে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে ছোটপার্ক ও সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় ছিলেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply