রামপুরে ইমামদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ উপহার প্রদান

মিজান পাটওয়ারী :
মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার মাধ্যমে ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ইউনিয়নের মসজিদের ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ জুন) সকালে ইউনিয়নন পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটওয়ারী, রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মির্জা মোঃ শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক আল মামুন লিটু। এ সময় উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাত হোসেন জাকির, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, আ’লীগ নেতা মিজানুর রহমান, ইউপি সচিব রাকিবুল হাসান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পলাশ পাটওয়ারী, ইউপি সদস্য আ: খালেক খান, আবু সাঈদ, বিশু মজুমদার, মমিন উদ্দিন পাটওয়ারী, মহিলা সদস্য আনোয়ারা বেগম, ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন, সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ শামসুদ্দীন, অ্যাকাউন্ট অফিসার মোঃ আব্দুল হালিম সহ ইউনিয়নের মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইমামসহ অন্যান্য আরো গন্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন।ইসলামিক ফাউন্ডেশনের তালিকা ভুক্ত ৫নং রামপুর ইউনিয়নের তালিকাভুক্ত ৮২টির মধ্যে ৫২ টি মসজিদে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply