শতভাগ মানুষের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে হবে : জাহিদুল ইসলাম রোমান

নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে। প্রেসক্লাবের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৯ মে) সকালে চাঁদপুর শহরের পালবাজার এলাকায় মাস্ক বিতরণ করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। তিনি তার বক্তব্যে বলেন, করোনার সংক্রমণ রোধে শতভাগ মানুষের মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে হবে। জনসচেতনতা সৃষ্টিতে চাঁদপুর প্রেসক্লাবের এমন উদ্যোগের জন্য আমি প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আসুন, আমরা সবাই সচেতন হই, করোনা মোকাবেলায় যার যার অবস্থান থেকে কাজ করি। সরকারি নির্দেশনা মেনে করি।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, বি এম হান্নান, শরীফ চৌধুরী ও গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, ফনী ভূষণ চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, প্রেসক্লাব সদস্য এম আর ইসলাম বাবু, সেলিম রেজা, ইলিয়াস হোসেন, শরীফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply