শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও করোনার চিকিৎসা হবে

চাঁদপুর প্রতিদিন ডেস্ক :
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা আক্রান্তদের ভর্তির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে সেখানে করোনা রোগীদের চিকিৎসা করা হবে।
সোমবার (২২ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আপনারা জানেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটেও করোনা আক্রান্ত রোগী ভর্তি এবং চিকিৎসা চলছে। এছাড়া শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন থেকে করোনা রোগীদের চিকিৎসা করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply